সম্পর্কিত
মাঝে মাঝে ঘুম ভাঙ্গে, চমকে উঠে বসি, আতঙ্ক লাগে; আর ঘুম লাগে না তাই পর্দার ফাকগলে আসা ল্যাম্পপোস্টের আলোর দিকে তাকাই, আতঙ্ক বাড়ে; অনুভুতির অলিগলি হাতড়াই, কিছু পাই না, দুঃস্বপ্ন দেখেছি হয়তো, ও কিছু না বলে নিজেকে সান্ত্বনা দেই, কিন্তু সান্ত্বনা পাই না; পাকস্থলী থেকে উঠে আসে অজানা ভয়, কি এক পূর্বজন্মের দুঃসহ সৃতি হানা দেয় করোটিতে, জেগে থেকে পূর্বপুরুষের ঋণ শোধ করি।
আয়না
আখ্যা
মাঝে মাঝে ঘুম ভাঙ্গে, চমকে উঠে বসি, আতঙ্ক লাগে; আর ঘুম লাগে না তাই পর্দার ফাকগলে আসা ল্যাম্পপোস্টের আলোর দিকে তাকাই, আতঙ্ক বাড়ে; অনুভুতির অলিগলি হাতড়াই, কিছু পাই না, দুঃস্বপ্ন দেখেছি হয়তো, ও কিছু না বলে নিজেকে সান্ত্বনা দেই, কিন্তু সান্ত্বনা পাই না; পাকস্থলী থেকে উঠে আসে অজানা ভয়, কি এক পূর্বজন্মের দুঃসহ সৃতি হানা দেয় করোটিতে, জেগে থেকে পূর্বপুরুষের ঋণ শোধ করি।
লেখালিখি হলো আত্মার জ্যামিতি